IQNA

ভিডিও | ৮৬ বছর পর আবারও আয়া সোফিয়ায় জুমার নামাজ/ এরদোগানের কুরআন তেলাওয়াত

20:40 - July 24, 2020
সংবাদ: 2611197
তেহরান (ইকনা): গির্জা থেকে মসজিদ পরে জাদুঘরে রূপান্তরিত হওয়া দেড় হাজার বছরের পুরনো আয়া সোফিয়াকে আবারও মসজিদ হিসেবে ঘোষণা দেয়ার পর সেখানে প্রথমবারের মতো শুক্রবারের জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

৮৬ বছর পর তুরস্কের ঐতিহাসিক এই মসজিদে অনুষ্ঠিত জুমার নামাজে অংশ   দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।
হাজার হাজার মুসল্লি আয়া সোফিয়ায় এবং এর বাইরে জুমার নামাজ আদায় করছেন। ঐতিহাসিক এই মুহূর্তের অংশ হতে দেশটির বিভিন্ন প্রান্তে থেকে আসেন তারা।

১৯৩৪ সালের পর প্রথমবারের মতো অনুষ্ঠিত জুমার নামাজে অংশ নিতে মসজিদে এসে উপস্থিত মুসল্লিদের কুরআন তিলাওয়াত করে শোনান প্রেসিডেন্ট এরদোগান।  iqna

 

captcha